ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার স্প্যানিশ তারকা পিকের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
বার্সার স্প্যানিশ তারকা পিকের জরিমানা ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগা আর কোপা দেল রে’র ম্যাচে রেফারিদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের কারণে জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকেকে। বার্সা ডিফেন্ডারকে ৩ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

গত জানুয়ারিতে কোপা দেল রে’তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে হারে বার্সা। সে ম্যাচে ৩০ বছর বয়সী পিকে ম্যাচের দায়িত্বে থাকা ফার্নান্দেজ বোরবালানের বিরুদ্ধে বাজে মন্তব্য করেন।

এদিকে, লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে থাকা রেফারিদের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করেন স্পেন জাতীয় দলের তারকা পিকে।

দুই ম্যাচে রেফারিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাকে জরিমানা গুনতে হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, কোপা দেল রে’র ম্যাচের জন্য দেড় হাজার এবং লা লিগার ম্যাচের জন্য দেড় হাজার ইউরো জরিমানা করা হচ্ছে পিকেকে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।