ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মিয়ামিতে এল ক্লাসিকো ঘিরে উন্মাদনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
মিয়ামিতে এল ক্লাসিকো ঘিরে উন্মাদনা মিয়ামিতে এল ক্লাসিকো ঘিরে উন্মাদনা/ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ‘এল ক্লাসিকো’ উপভোগ করতে ফুটবল সমর্থকদের যেন আর তর সইছে না! প্রাক মৌসুম টুর্নামেন্টে বার্সা-রিয়াল ম্যাচের টিকিট মাত্র অাধ ঘণ্টায় শেষ। বোঝাই যাচ্ছে, গ্যালারিতে বসে দুই স্প্যানিশ জায়ান্টের লড়াই দেখতে কতটা উন্মুখ হয়ে আছেন দর্শকরা।

প্রথমবারের মতো আমেরিকার মাটিতে হতে যাচ্ছে এল ক্লাসিকো। স্পেনের বাইরে দ্বিতীয়বার।

৬৫,০০০ ধারণক্ষমতার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী ২৯ জুলাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের (আইসিসি) ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন...আমেরিকায় এল ক্লাসিকো, ম্যানচেস্টার ডার্বি

প্রতি আসনের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ ডলার (১৮৫ ইউরো) ও ৪৫০০ (৪১৬৭ ইউরো) ডলারের মধ্যে। এমন অভাবনীয় চাহিদার কারণে অনেকেই ‘রিসেল’ মার্কেটে ফিরে যেতে পারেন। সবচেয়ে দামি আসনগুলো ইতোমধ্যেই পুনরায় বিক্রয় হয়েছে।

প্রসঙ্গত, ১৯৮২ সালে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত স্পেনের বাইরে প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।