ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বড় জয় তুলে নিলো স্পেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
বড় জয় তুলে নিলো স্পেন ছবি:সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরাইলকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্পেন। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে এমন জয় তুলে নেয় ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। আর এ জয়ের ফলে গ্রুপ ‘জি’তে শীর্ষেই রইল দলটি।

ঘরের মাঠ গিজনে গ্রুপে ভালো খেলা ইসরাইলকে আতিথিয়েতা জানায় স্পেন। তবে ম্যাচের ১৩ মিনিটে ডেভিড সিলভা গোল করে লিড নেন।

আর প্রথমার্ধের ইনজুরি সময়ে স্কোর লাইন দ্বিগুণ করে ভিতোলো।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে স্ট্রাইকার দিয়েগো কস্তা লিড ৩-০ করেন। তবে ৭৬ মিনিটে প্রতিপক্ষের ফুটবলার লিওর রাফেলোভ একটি গোল পরিশোধ করেন। কিন্তু ৮৮ মিনিটে ইসকোর গোলে বড় হার নিশ্চিত হয় ইসরাইলের।

স্পেন ও ইতালি জয়ধারা ধরে রাখায় ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের প্রথম দুই স্থানে কোনো পরিবর্তন আসেনি। দুই দলের পয়েন্টই সমান ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে স্প্যানিশরা।  

প্রথম জয় পেয়েছে মেসিডোনিয়া। লিখটেনস্টাইনকে ৩-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।