ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয় ছবি:সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে হারালো পর্তুগাল। দলের হয়ে অন্য গোলটি করেন আন্দ্রে সিলভা। আর এ জয়ের ফলে গ্রুপ ‘বি’তে সুইজারল্যান্ডের পর দ্বিতীয়স্থানেই রয়েছে সান্তোসের শিষ্যরা।

ঘরের মাঠ লিসবোয়া হাঙ্গেরিকে আতিথিয়েতা জানায় পর্তুগাল। তবে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে একপেশে জয় তুলে নেয় ইউরো চ্যাম্পিয়নরা।

এদিন গোলের সূচনা করেন সিলভা। ৩২ মিনিটে গোল করে দলের লিড নেন তিনি। এর চার মিনিট পরেই লিড দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। সেই সিলভার পাস থেকেই গোলটি করেন সি আর সেভেন।

বিরতির পরও এদিন আক্রমণের ধারা অব্যাহত থাকে পর্তুগালের। ফলে ম্যাচের ৬৫ মিনিটে আক্রমণ থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল নিশ্চিত করে জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা (৩-০)।

পাঁচ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে পর্তুগাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইসরা।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।