ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত ব্রাজিলের রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত ব্রাজিলের/ছবি: সংগৃহীত

পেরুর মাঠে উরুগুয়ের হারে ২০১৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। স্বাগতিক রাশিয়া বাদে সবার আগে ওয়ার্ল্ডকাপের মূল আসরে নাম লেখালো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অপেক্ষায় আরও ৩০টি দল।

বিশ্বকাপ বাছাইয়ে বুধবারের (২৯ মার্চ) ম্যাচে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছিল ব্রাজিল। পেরুর ‍কাছে উরুগুয়ে ২-১ গোলে হেরে যাওয়ায় সেলেকাওদের অপেক্ষার অবসান হয়।

নিশ্চিত হয় শীর্ষ চার। আরও পড়ুন... বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের জয়রথ ছুটছেই

অপর তিন ম্যাচের মধ্যে বলিভিয়ার মাঠে ২-০ ব্যবধানে হেরে যায় মেসিবিহীন আর্জেন্টিনা। গত সপ্তাহে চিলি ম্যাচে রেফারির সঙ্গে বাজে আচরণ করার দায়ে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টাইন অধিনায়ককে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। আপিলের সুযোগ রয়েছে।

আর্জেন্টিনার কাছে হারের (১-০) হারের হতাশা ভুলে জয়ের ধারায় ফিরেছে চিলি। হোম ভেন্যুতে ভেনেজুয়ালার বিপক্ষে জয়টি আসে ৩-১ ব্যবধানে। ইকুয়েডরের মাঠ থেকে ২-০ গোলের জয় তুলে নেয় কলম্বিয়া।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ পাঁচটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পঞ্চম স্থানে থাকা টিমকে প্লে-অফ বাধা পেরোতে হবে। টানা আট ম্যাচ জিতে সবার ধরাছোঁয়ার বাইরে শীর্ষস্থানধারী ব্রাজিল।

আর মাত্র চারটি করে ম্যাচ বাকি। দশ দলের পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচ শেষে ১০ জয়, ৩ ড্র ও ১ হারে ৯ পয়েন্টের ব্যবধানে নাম্বার ওয়ান পজিশনে ব্রাজিল (৩৩)। উরুগুয়েকে হটিয়ে দুইয়ে উঠে আসা কলম্বিয়ার সংগ্রহ ২৪। এক পয়েন্ট পিছিয়ে উরুগুইয়ানরা। সমান পয়েন্টে চারে চিলি। ২২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা।

এরপর যথাক্রমে ইকুয়েডর (২০), পেরু (১৮), প্যারাগুয়ে (১৮), বলিভিয়া (১০), ভেনেজুয়েলা (৬)। ইতোমধ্যেই বিশ্বকাপ বাছাই থেকে বাদ পড়েছে বলিভিয়া ও ভেনেজুয়েলা।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।