ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

নিষেধাজ্ঞার বাড়াবাড়িতে ফিফার ওপর ক্ষুব্ধ ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
নিষেধাজ্ঞার বাড়াবাড়িতে ফিফার ওপর ক্ষুব্ধ ম্যারাডোনা ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে ফিফা কর্তৃক চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তারকা এ ফুটবলারের এমন নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবলের লিজেন্ড দিয়েগো ম্যারাডোনা। মেসিকে দেওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি তার কাছে বাড়াবাড়ি বলে মনে হচ্ছে।

চিলির বিপক্ষে সবশেষ ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে মেসি বিশ্বকাপ বাছাইপর্বের চার ম্যাচ নিষিদ্ধ হন। যদিও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন মেসি এবং আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞা কিছুতেই মানতে পারছেন না ম্যারাডোনা। ফিফার এই অ্যাম্বাসেডর জানান, ‘ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার এমন কাণ্ড সত্যিই ভয়ানক। আমি ফিফার অ্যাম্বাসেডর হিসেবে এটি মানতে পারছি না। মেসির নিষেধাজ্ঞা অতিরিক্ত বলে মনে হচ্ছে। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে মেসিকে না পাওয়া দলের জন্য সত্যিই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মেসি না থাকায় ম্যাচটি হারতে হয়েছে আর্জেন্টিনাকে। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া পর্তুগাল যেমন দল, মেসি ছাড়া আর্জেন্টিনাও সে রকম দল। ’

ছবি: সংগৃহীতআর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ম্যারাডোনা আরও যোগ করেন, ‘যখন বলা হলো মেসি চার ম্যাচ নিষিদ্ধ, আর আমি সেটাতে ফিফার অ্যাম্বাসেডর হিসেবে প্রভাব রেখেছি, তখন খুব কষ্ট পেয়েছি। ইশ্বরের দোহাই দিয়ে বলছি, আমি কিছুই জানতাম না। আমি ফিফার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করার লোক নই। এটা কনমেবলের সিদ্ধান্ত ছিল। আমি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনহোর সঙ্গে কথা বলবো। কারণ এটা সত্যিই ভয়ানক ব্যাপার। আমি মেসিকেও অনেকবার বলেছি এ ব্যাপারটি নিয়ে কথা বলতে। কিন্তু, কোনো রেসপন্স পাইনি। মেসি গ্রেট একজন ফুটবলার যে কখনোই সিদ্ধান্তের বাইরে কিছু করেনা। ’

চিলির বিপক্ষে ম্যাচের শেষ দিকে মেসির বিরুদ্ধে ফাউলের নির্দেশ দিয়েছিলেন রেফারি। তখন লাইন্সম্যানকে লক্ষ্য করে মেসি ক্ষোভ প্রকাশ করেন। মাঠেই প্রতিবাদ করে চিৎকারও করেন তিনি। এছাড়া, ম্যাচ শেষে ওই অফিসিয়ালের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানান আর্জেন্টিনা অধিনায়ক। তবে, নিজেকে নির্দোষ দাবি করে এক বিবৃতিতে মেসি জানান, ‘আমার কথাগুলো কখনই সহকারী রেফারিকে উদ্দেশ্য করে বলিনি, সেগুলো বলেছিলাম উদ্দেশ্যহীনভাবে। ’

আর্জেন্টিনার বাকি আছে পাঁচ ম্যাচ। ফলে, একটি ম্যাচেই নামতে পারবেন মেসি। অথচ মেসিকে ছাড়া আট ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে মাত্র ৭ পয়েন্ট। আর মেসি খেলেছেন, এমন ৬ ম্যাচে আর্জেন্টিনার অর্জন ১৫ পয়েন্ট। বর্তমানে আর্জেন্টিনার অবস্থানে পয়েন্ট টেবিলের পাঁচে। এই অবস্থানেই যদি থাকে তবে ইন্টার-কনফেডারেশনের প্লে-অফ খেলে রাশিয়া ২০১৮ বিশ্বকাপে যেতে হবে মেসি বাহিনীকে। কনমেবল অঞ্চলে সেরা চার দল সরাসরি বিশ্বকাপ খেলে থাকে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।