ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

শনিবার থেকে চ্যাম্পিয়নশিপ ও প্রিমিয়ার লিগের দলবদল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
শনিবার থেকে চ্যাম্পিয়নশিপ ও প্রিমিয়ার লিগের দলবদল চ্যাম্পিয়নশিপ ও প্রিমিয়ার লিগের দলবদল শুরু হচ্ছে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শনিবার (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে আসন্ন ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৭’ এবং ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০১৭’ এর খেলোয়াড় দলবদল বা নিবন্ধন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল ফুটবল লিগ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এ দলবদলের কার্যক্রম চলবে ১ হতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

এই খেলোয়াড় দলবদল বা নিবন্ধন কার্যক্রম আগামী এক মাস বাংলাদেশ ফুটবল ফেডারেশন সচিবালয়ে প্রতি কার্যদিবসে দুপুর ১২টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে।

সংশ্লিষ্ট ক্লাবসমূহকে নিম্নোক্ত কাগজপত্রসহ জনপ্রতি ১,০০০ টাকা নিবন্ধন ফি প্রদান করতঃ খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম সম্পাদন করার নির্দেশনা দেয়া হয়েছে।

১।  পূরণকৃত খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম
২।  কোড অব কন্ডাক্ট
৩।  খেলোয়াড় চুক্তিপত্র
৪।  এলটিসি ফরম / খেলোয়াড় লোন ফরম (প্রযোজ্য ক্ষেত্রে)

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।