ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

অভিষেকে শোয়েইনস্টাইগারের চমক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
অভিষেকে শোয়েইনস্টাইগারের চমক অভিষেকে শোয়েইনস্টাইগারের চমক-ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ফুটবলে অভিষেকটা দারুণ হলো মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েইনস্টাইগারের। শিকাগো ফায়ারের হয়ে ম্যাচের ১৭ মিনিটেই অসাধারণ এক হেডের মাধ্যমে নিজের প্রথম ম্যাচেই গোল করেন জার্মান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

তবে তার দল শিকাগো ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মন্ট্রিয়াল ইমপ্যাক্টের বিপক্ষে।

ডেভিড আসেমের কর্ণার শট থেকে মাথা ছুঁইয়ে গোলটি করেন বায়ার্ন মিউনিখের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করা এ তারকা।

পরবর্তীতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেও খুব ভালো করতে পারেননি। এক মৌসুমের কিছু বেশি সময় থেকে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে।

টয়োটা পার্কে দুর্দান্ত এ পারফরম্যান্সের পর শোয়েইনস্টাইগার জানান, এটা দারুণ অনুভূতি। ডেভিড থেকে নিখুত একটি ক্রস, তারপর হেড, অসাধারণ, তবে আমি কিছুটা বিষন্ন, অনেক খুশি না। কারণ আমরা ম্যাচটা জিততে পারিনি। ’

এদিন দু’দলকেই ১০ জন করে ফুটবলার নিয়ে খেলতে হয়। খেলার ৯৩ মিনিটে ম্যাচে ফেরে শিকাগো। অতিরিক্ত ফুটবলার লুইস সলিগান্স গোল করে ড্র নিশ্চিত করেন। শোয়েইনস্টাইগার অবশ্য ম্যাচে পুরো সময়ই মাঠে ছিলেন। যদিও ম্যানইউতে হোসে মরিনহোর অধীনে বেশ ভুগতেই হয়েছিল তাকে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।