ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

আর্সেনালের জয়, শেষ মুহূর্তে লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
আর্সেনালের জয়, শেষ মুহূর্তে লিভারপুলের হোঁচট আর্সেনালের জয়-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে একই ‍রাতে প্রায় সবকটি জায়ান্ট দল মাঠে নেমেছিল। যেখানে ওয়েস্টহাম ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে হারায় আর্সেনাল। তবে শেষ মুহূর্তে গোল হজম করে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্টহামকে আতিথিয়েতা জানায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। আর ম্যাচে দারুণ খেলে জয় নিশ্চিত করে গানাররা।

দলের হয়ে একটি করে গোল করেন মেসুত ওজিল, থিও ওয়ালকট ও অলিভার জিরুদ।

অন্য ম্যাচে নিচু সারির দল এফসি বোর্নমাউথকে ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিথিয়েতা দেয় লিভারপুল। খেলার প্রথমেই অবশ্য বেনিক আফোবের গোলে পিছিয়ে পড়ে ইয়র্গান ক্লপের শিষ্যরা। তবে ৪০ মিনিটে ফিলিপ কোতিনহোর গোলে সমতায় ফিরে বিরতিতে যায় অল রেডসরা।

দ্বিতীয়াধের ৫৯ মিনিটে ডিভোগ ওরিগির গোলে লিড নেয় লিভারপুল। তবে খেলার শেষ মুহূর্তে (৮৭ মিনিট) জোসুয়া কিংয়ের গোলে জয় বঞ্চিত হয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

এ ড্রয়ের ফলে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রইলো লিভারপুল। আর জিতে ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল। তবে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।