ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সাত বছর পর র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
সাত বছর পর র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলো ব্রাজিল সাত বছর পর র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল/ছবি: সংগৃহীত

ব্রাজিলের দীর্ঘ অপেক্ষার অবসান হলো! দীর্ঘ সাত বছর পর ফুটবলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সবশেষ ফিফা র‌্যাংকিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হটিয়ে নাম্বার ওয়ান পজিশনে ফর্মের তুঙ্গে থাকা সেলেকাওরা। বাংলাদেশের অবস্থান (১৯৩) অপরিবর্তিত। রেটিং পয়েন্ট ৬০।

নেদারল্যান্ডসের কাছে হেরে ২০১০ বিশ্বকাপ থেকে বিদায়ের পর র‌্যাংকিংয়ে একক আধিপত্য হারায় ব্রাজিল।  দীর্ঘ সময় ধরে তা অধরাই হয়ে ছিল।

অবশেষে পেলের উত্তরসূরিদের আক্ষেপ ঘুঁচলো। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের দুর্দান্ত পারফরম্যান্সে হারানো অবস্থান ফিরে পেয়েছে তিতের শিষ্যরা।

এমনটিই যে হবে তা অবশ্য অনুমিতই ছিল! সম্প্রতি সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নেইমারের ব্রাজিল। আর্জেন্টিনার সঙ্গে তাদের অবস্থানে রদবদল হয়েছে। দুইয়ে নেমে গেছে আলবিসেলেস্তেরা।

১২৯টি ম্যাচ বিবেচনায় নিয়ে এপ্রিল মাসের র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। টেবিলে এর প্রভাব স্পষ্ট। শীর্ষ দশেই পাঁচটি পরিবর্তন।

গত মাসে যেখানে ব্রাজিলের চেয়ে ১১০ রেটিং পয়েন্ট এগিয়ে ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা, তারাই এখন ৫৮ রেটিং পয়েন্ট পিছিয়ে। যথাক্রমে ১৬৬১ ও ১৬০৩। ১৪৬৪ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি তৃতীয় স্থানে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে কলম্বিয়া (১৩৪৮)। আগের চার নম্বরেই চিলি (১৪০৩)। দুই ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে বেলজিয়াম। ছয়ে ফ্রান্স ও আটে থাকা পর্তুগালের অবস্থানেও কোনো পরিবর্তন নেই। তিন দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ১২৯৪, ১২৮১, ১২৫৯।

দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড (১২১২)। ১২০৪ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে স্পেন। ছয় ধাপ অবনমনে শীর্ষ দশের বাইরে চলে গেছে উরুগুয়ে (১৫তম)।

এছাড়া, উল্লেখ্যযোগ্য দেশগুলোর মধ্যে পোল্যান্ড (+১, ১১তম) ইতালি (+৩, ১২), ওয়েলস (-১, ১৩), ইংল্যান্ড (১৪), মেক্সিকো (+১, ১৬), ক্রোয়েশিয়া (-২, ১৮), কোস্টারিকা (-১, ২০), যুক্তরাষ্ট্র (+৭, ২৩), নেদারল্যান্ডস (-১১, ৩২), সুইডেন (+১১, ৩৪) ও পরবর্তী বিশ্বকাপের আয়োজক রাশিয়া এক ধাপ পিছিয়ে ৬১-তে নেমে গেছে।

পরবর্তী ফিফা র‌্যাংকিং প্রকাশিত হবে আগামী ৪ মে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।