ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

গোলস্কোরিংয়ে দুর্দান্ত রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
গোলস্কোরিংয়ে দুর্দান্ত রিয়াল গোলস্কোরিংয়ে দুর্দান্ত রিয়াল/ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচপ্রতি গোলের গড় ২.৭। গোলস্কোরিংয়ে দুর্দান্ত স্প্যানিশ জায়ান্টরা। সবশেষ লেগানেসের ‍মাঠে ৪-২ ব্যবধানের জয়ে ২০০ গোলের মাইলফলক ছাঁড়িয়ে যায় জিনেদিন জিদানের শিষ্যরা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭৩তম ম্যাচে এসে দুইশ’ গোলের ঘরে রিয়াল। গোলসংখ্যা ২০৩।

লা লিগায় ১৪১, চ্যাম্পিয়নস লিগে ৩১, কোপা দেল রেতে ২২, ক্লাব বিশ্বকাপে ৬টি ও উয়েফা সুপার কাপ থেকে আসে তিনটি।

এর মধ্যে ৫৪ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কসরা। ১৪টিতে ড্র ও পাঁচ ম্যাচে হারের স্বাদ নেয়। লিগ শিরোপা পুনরুদ্ধারে (সবশেষ ২০১১-১২) চোখ রাখছে গ্যালাকটিকোরা। এক ম্যাচ হাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। ২৯ ম্যাচে ৭১। মোট ম্যাচ সংখ্যা ৩৮টি।

এদিকে, রিয়ালের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। শনিবার (৮ এপ্রিল) নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। চারদিন বাদেই বায়ার্ন মিউনিখের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ (বুধবার দিবাগত রাত পৌনে ১টা)।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।