ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

টানা ২১ ম্যাচ অপরাজিত ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
টানা ২১ ম্যাচ অপরাজিত ম্যানইউ ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরেছে ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।

রোববার (০৯ এপ্রিল) সান্ডারল্যান্ডের মাঠে আতিথ্য নেয় ম্যানইউ। দলের হয়ে গোল করেন দুর্দান্ত ফর্মে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচ, হেনরিখ মিখিতারিয়ান এবং মার্কাস রাশফোর্ড।

ম্যাচের ৩০ মিনিটের মাথায় গোল করে দলকে লিড পাইয়ে দেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ। বিরতির পর পরই দলকে আরও এগিয়ে নেন হেনরিখ মিখিতারিয়ান। ৪৬ মিনিটের মাথায় দ্বিতীয়বার স্বাগতিক সান্ডারল্যান্ডের জালে বল জড়ায়।

আর ম্যাচের ৮৯তম মিনিটে রাশফোর্ডের গোল ৩-০তে এগিয়ে যায় ম্যানইউ। এর স্কোরেই মাঠ ছেড়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে দলটি।

১০টি ম্যাচ ড্র করলেও টানা ২১ ম্যাচ অপরাজিত থাকলো ম্যানইউ।

এই জয়ে ৩০ ম্যাচ খেলা ম্যানইউর পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৫৭, অবস্থান পঞ্চম। ৩১ ম্যাচে সর্বোচ্চ ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।