ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

মোনাকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
মোনাকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পিএসজি দাপুটে জয়ে লিগ লিডার মোনাকোর ওপর চাপ অব্যাহত রাখছে পিএসজি/ছবি: সংগৃহীত

দাপুটে জয়ে লিগ লিডার মোনাকোর ওপর চাপ অব্যাহত রাখছে পিএসজি। সবশেষ হোম ম্যাচে গুইনগাম্পকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে ইউনাই এমেরির শিষ্যরা।

প্যারিসের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচের ৫৬ মিনিটে ভিজিটরদের ডিফেন্স দেয়াল ভাঙেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।

৬০ ও ৭০ মিনিটে জোড়া গোল উদযাপনে মাতেন উরুগুইয়ান স্ট্রাইকর এডিনসন কাভানি। ইনজুরি সময়ে স্কোরশিটে নাম লেখান ফ্রেঞ্চ উইঙ্গার ব্লেইস মাতুইদি।

মৌসুম শেষ হতে পিএসজির হাতে আর ৭টি ম্যাচ বাকি। পরবর্তী লিগ ম্যাচে অ্যাঞ্জার্সের মাঠে নামবে তারা। শুক্রবার (১৪ এপ্রিল) ‍বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে।

পয়েন্ট টেবিলে শীর্ষস্থানধারী মোনাকোর সংগ্রহ ৩১ ম্যাচে ৭৪। তিন পয়েন্ট পিছিয়ে পিএসজি। ৭০ পয়েন্ট নিয়ে তিনে এক ম্যাচ বেশি খেলা নিস। সমান ৩২ ম্যাচে চার নম্বরে লিঁওন (৫৪) ও পাঁচে বোর্ডেক্স (৪৯)।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।