ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগে গোল খরায় রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
চ্যাম্পিয়নস লিগে গোল খরায় রোনালদো গোল খরায় রোনালদো-ছবি:সংগৃহীত

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শেষ ৬১৩ মিনিট কোনো গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে এটিই সবচেয়ে বাজে রেকর্ড। যদিও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৮ ও ২০০৯ সালে কাকতালিয়ভাবে ৬১৩ মিনিটই গোল খরায় ভুগেছিলেন পর্তুগিজ অধিনায়ক।

তারকা স্ট্রাইকার রোনালদো ইউরোপিয়ান আসরের চলতি মৌসুমে লা গ্যালাকটিকোদের হয়ে এখন পর্যন্ত মাত্র দুটি গোল করেছেন। দুটি গোলই ছিল গ্রুপ পর্বে।

যার একটি ঘরের মাঠে স্পোর্টিং সিপি ও অপরটি অ্যাওয়ে ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

গত ফেব্রুয়ারিতে ৩২-এ পা রাখা রোনালদো এমনকি ঘরের মাঠেও বাজে সময় পার করেছেন। এ সময় লেগিয়া ওয়ারশ, লিবসন ও বুরুশিয়ার বিপক্ষে বার্নাব্যুতে গোলের দেখা পাননি তিনি।

রিয়ালের হয়ে রোনালদো নকআউট পর্বে এখন পর্যন্ত ৪০ ম্যাচে ৩৪টি গোল করেছেন। তবে নাপোলির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও ব্যর্থ ছিলেন সিআর সেভেন খ্যাত এ তারকা। যেখানে গ্যালাকটিকোরা দুই লেগ মিলিয়ে ৬-২ অ্যাগ্রিগেটে জয় পায়।

এবার রিয়াল মাদ্রিদের সামনে বায়ার্ন মিউনিখ চ্যালেঞ্জ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রোমাঞ্চকর লড়াইয়ে নামছে দু’দল। বুধবার (১২ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। আর এ ম্যাচের মধ্যদিয়ে নিজের গোল খরা কাটাতে পারেন রোনালদো।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।