ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে অনিশ্চয়তায় মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
ইনজুরিতে অনিশ্চয়তায় মাশ্চেরানো হাভিয়ের মাশ্চেরানো/ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। তার ওপর খেলোয়াড়দের ম্যাচ নিষেধাজ্ঞা ও ফিটনেস সমস্যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পায়ের ইনজুরিতে পরবর্তী লিগ ম্যাচে অনিশ্চিত হাভিয়ের মাশ্চেরানো।

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে ৩-০ গোলে হেরে যাওয়ার ম্যাচটিতে পুরো নব্বই মিনিট খেলেছিলেন মাশ্চেরানো। কিন্তু, ওই ম্যাচ থেকেই পায়ের সমস্যায় ভুগছেন আর্জেন্টাইন তারকা।

তিন ম্যাচ নিষেধাজ্ঞার কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’তে নেইমারকে পাচ্ছে না বার্সা। মালাগার মাঠে হারের ম্যাচে (০-২) লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান সেনসেশন। মাঠ ছাড়ার সময় রেফারিকে ব্যঙ্গ করার দায়ে তার ওপর এমন কঠিন শাস্তি আরোপ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আপিলের সুযোগ থাকছে।  তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার, মিস করবেন এল ক্লাসিকো

জুভেন্টাস ম্যাচের হতাশা ভুলে পরবর্তী ম্যাচ সামনে রেখে অনুশীলনে ফিরেছে কাতালানরা। কিন্তু, এতে অংশ নেননি মাশ্চেরানো। লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শনিবারের (১৫ এপ্রিল) ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে জোরালো সংশয়। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

এক বিবৃতিতে বার্সা জানায়, ফিটনেস সমস্যা কাটিয়ে ওঠার প্রক্রিয়ার ওপর মাশ্চেরানোর মাঠে ফেরাটা নির্ভর করছে। এদিকে, সোসিয়েদাদ ম্যাচের পরই চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে বাঁচামরার লড়াই।

আগামী বুধবার (১৯ এপ্রিল) ঘুরে দাঁড়ানোর আরেকটি প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ নিয়ে জুভিদের মোকাবেলা করবে লুইস এনরিকের বার্সা। বলা বাহুল্য, নকআউট পর্বে (শেষ ষোলো) পিএসজির বিপক্ষে ৪-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের ম্যাচে ৬-১ গোলের (৬-৫ অ্যাগ্রিগেট) ফলাফলে রূপকথার জন্ম দেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ২৩ এপ্রিল (রোববার দিবাগত রাত পৌনে ১টা) এল ক্লাসিকো।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।