ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

আরেকটি মহাকাব্যিক প্রত্যাবর্তন ডাকছে বার্সাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
আরেকটি মহাকাব্যিক প্রত্যাবর্তন ডাকছে বার্সাকে আরেকটি মহাকাব্যিক প্রত্যাবর্তন ডাকছে বার্সাকে/ছবি: সংগৃহীত

পিএসজির বিপক্ষে সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের পুনরাবৃত্তি টানতে পারবে তো বার্সেলোনা? ন্যু ক্যাম্পে আরেকটি রূপকথার জন্ম দেওয়ার লক্ষ্যে চোখ রাখছে কাতালানরা। পাহাড়সম চ্যালেঞ্জ নিয়েই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতি পর্বের ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হচ্ছে লুইস এনরিকের বার্সা।

...জুভিদের মাঠে অনুষ্ঠিত শেষ আটের প্রথম লেগে ৩-০ ব্যবধানে হারের লজ্জায় ডোবে স্প্যানিশ জায়ান্টরা। সেমিতে উঠতে হলে জিততে হবে অন্তত ৪-০ গোলে।

নির্ধারিত সময়ে ৩-০ তে এগিয়ে থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। এ ম্যাচের মধ্য দিয়ে প্রতিপক্ষ হিসেবে সাবেক ক্লাবে প্রত্যাবর্তন হবে দানি আলভেসের।

এমন কঠিন সমীকরণ নিয়ে বুধবার (১৯ এপ্রিল) ইতালিয়ান চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে ‍বার্সা। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। একই সময়ে মোনাকোর মাঠে নামবে বুরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগ শেষে ৩-২ ব্যবধানে এগিয়ে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো।

...জুভেন্টাসের সামনে থাকছে মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি! ২০১৫ আসরের ফাইনালে বার্সার কাছে হেরেই (৩-১) তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। ন্যু ক্যাম্পে দীর্ঘ ১৪ বছর আগে মুখোমুখি হয়েছিল দু’দল। সেই সুখস্মৃতি থেকেও বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে ভিজিটররা। ২০০৩ সালের ম্যাচটিতে ২-১ গোলের (৩-২ অ্যাগ্রিগেট) জয়ে বার্সাকে কোয়ার্টার থেকে বিদায় করেছিল জুভিরা।

গত মাসে পিএসজির বিপক্ষে মহাকাব্যিক প্রত্যাবর্তনই বার্সার বড় অনুপ্রেরণা। হোম ভেন্যুতে শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ ব্যবধানে জিতেও শেষ রক্ষা হয়নি ফ্রেঞ্চ জায়ান্টদের। ঘুরে দাঁড়ানোর অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ৬-১ গোলের (৬-৫ অ্যাগ্রিগেট) অবিশ্বাস্য ফলাফলে ইতিহাস গড়ে টিম বার্সা।

...তাইতো সেমিতে এক পা দিয়ে রাখলেও পুরোপুরি স্বস্তি নেই জুভেন্টাস শিবিরে। তার ওপর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রথম লেগের জোড়া গোলস্কোরার পাওলো দিবালার ইনজুরি। পেসকারার বিপক্ষে ২-০ গোলে জেতা শনিবারের (১৫ এপ্রিল) লিগ ম্যাচটিতে অ্যাঙ্কেলে (গোড়ালি) চোট পেয়ে মাঠ ছাড়েন এ উঠতি আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সার বিপক্ষে সেমি নিশ্চিতের গুরুত্বপূর্ণ ম্যাচে তার ফিটনেস নিয়ে রয়েছে সংশয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।