ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালের মাঠে ঘুরে দাঁড়াতে চান ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
রিয়ালের মাঠে ঘুরে দাঁড়াতে চান ইনিয়েস্তা রিয়ালের মাঠে ঘুরে দাঁড়াতে চান ইনিয়েস্তা/ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের হতাশা ভুলে রিয়াল মাদ্রিদ ম্যাচে চোখ রাখছেন বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকতে সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের বিকল্প দেখছেন না স্প্যানিশ আইকন।

ন্যু ক্যাম্পে জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচ গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়। তুরিনে অনুষ্ঠিত প্রথম লেগে ৩-০ গোলে হারের লজ্জায় ডুবেছিল বার্সা।

পিএসজির ম্যাচের পুনরাবৃত্তি টানতে পারেনি কাতালানরা। শেষ ষোলোতে ৪-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ৬-১ গোলের অবিশ্বাস্য জয়ে ইতিহাস গড়েন মেসি-নেইমার-সুয়ারেজরা। তারাই এবার হোম ভেন্যুতে অসহায় আত্মসমর্পণ করলো!

বার্সার সামনে আরেকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মাঠে ‘এল ক্লাসিকো’ জিততে মরিয়া ইনিয়েস্তা। আগামী রোববার (২৩ এপ্রিল) বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

লা লিগায় ছন্দে ফেরার লক্ষ্য নিয়ে ইনিয়েস্তার ভাষ্য, ‘আমরা গোলের সামনে কার্যকরী ছিলাম না এবং এর মূল্য দিতে হয়েছে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়াটা হতাশার। এখন লা লিগায় চোখ রাখছি। বার্নাব্যুতে জয়ের ওপর লিগ শিরোপা নির্ভর করছে এবং এটাই আমাদের লক্ষ্য। ’

পয়েন্ট টেবিলে এক ম্যাচ হাতে রেখে বার্সার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রিয়াল (৩১ ম্যাচে ৭৫)। তাই লিগ রেসে কাতালানদের জয় আবশ্যক! ঘরের মাঠে গ্যালাকটিকোরাও শিরোপার আরও কাছে যেতে দৃষ্টি রাখছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।