ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

এল ক্লাসিকোর পর বিশ্রামে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এল ক্লাসিকোর পর বিশ্রামে রোনালদো বিশ্রামে রোনালদো-ছবি:সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছে। লা লিগায় ক্লাবটির পরবর্তী ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ১৯ জনের স্কোয়াডে তাকে দলে রাখেননি কোচ জিনেদিন জিদান।

দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরে বার্সার বিপক্ষে খেলেছিলেন দলের আরেক স্ট্রাইকার গ্যারেথ বেল। তবে রোনালদোর সঙ্গে তাকেও পরবর্তী ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে।

এল ক্লাসিকোতে তিন সপ্তাহ পর ফিরে মাত্র ৩৫ মিনিট খেলেছিলেন বেল।

রোনালদো ও বেলের ইনজুরিতে রিয়ালের আক্রমণভাগে থাকবেন করিম বেনজেমা ও আলভারো মোরাতা।  

এদিকে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোর ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছে রিয়ালের নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস। ফলে এ ম্যাচে তারকা ডিফেন্ডারকে দেখা যাবে না।

বর্তমানে ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। তবে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল। বুধবার বাংলাদেশ সময় রাত দেড়টায় দেপোর্তিভোর মাঠে খেলতে যাবে রিয়াল। এর আগে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে সাড়ে এগাড়োটায় ওসাসুনাকে আতিথিয়েতা জানাবে বার্সা।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।