ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

গোলস্কোরিংয়ে রেকর্ড গড়ার সামনে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
গোলস্কোরিংয়ে রেকর্ড গড়ার সামনে রিয়াল গোলস্কোরিংয়ে রেকর্ড গড়ার সামনে রিয়াল/ছবি: সংগৃহীত

টানা ৫৭ ম্যাচে গোল করে নতুন রেকর্ড গড়ার পথে রিয়াল মাদ্রিদ। গ্যালাকটিকোদের সামনে পুরো এক বছর গোলস্কোরিংয়ের হাতছানি! সবশেষ ম্যাচে দেপোর্তিভো লা করুণার মাঠে (৬-২) গোল উৎসবে মাতে জিনেদিন জিদানের শিষ্যরা।

ঠিক এক বছর আগে ২০১৬ সালের এপ্রিলে প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হয় গ্যালাকটিকোরা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল।

দিনের হিসেবে গোটা এক বছর গোলস্কোরিংয়ের দ্বারপ্রান্তে স্প্যানিশ জায়ান্টরা। আগামী ২ মে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে এর মঞ্চ প্রস্তুত। ২০১৬ সালের ৩০ এপ্রিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল উদযাপনের অব্যাহত ধারা ঠেকবে ৩৬৭ দিনে।

তার আগে শনিবার (২৯ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কসরা। মাইলফলক ছোঁয়ার মিশনে এখন পর্যন্ত ১৫৭টি গোল করেছে তারা। বিপরীতে গোল হজম করেছে ৬৯ বার।

প্রসঙ্গত, এই ৫৭ ম্যাচে গোল করার প্রচেষ্টায় ৪১৪টি শট করেছে রিয়াল মাদ্রিদ। সাফল্যের পরিসংখ্যানে প্রতি ২.৫ বারের চেষ্টায় একটি গোল এসেছে। ভয়ঙ্কর রেকর্ডই বটে!

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।