ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মেসির রেকর্ডে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, মে ৩, ২০১৭
মেসির রেকর্ডে রোনালদো লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীত

লিওনেল মেসির চ্যাম্পিয়নস লিগ রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে সবচেয়ে বেশি ৭টি হ্যাটট্রিকের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ আইকন। তার দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ।

ব্যাক-টু-ব্যাক হ্যাটট্রিক উল্লাসে মাতেন সিআর সেভেন। এর আগে কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচে (৪-২) বায়ার্ন মিউনিখের জালে তিনবার বল পাঠান রোনালদো।

প্রসঙ্গত, এ মৌসুমের মাদ্রিদ ডার্বিতে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। রিয়ালের জার্সিতে সব মিলিয়ে ৪২তম।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত সেমির প্রথম লেগে একাই অ্যাতলেতিকো মাদ্রিদকে গুঁড়িয়ে দেন রোনালদো। নগর প্রতিদ্বন্দ্বীদের ৩-০ গোলে হারিয়ে কার্ডিফের ফাইনালে চোখ রাখছে জিনেদিন জিদানের শিষ্যরা।

হ্যাটট্রিক কীর্তিতে মেসির পাশে নাম লেখালেও গোলস্কোরিংয়ে রোনালদোর একক আধিপত্য। অ্যাতলেতিকোর বিপক্ষে হ্যাটট্রিকের মধ্য দিয়ে সংখ্যাটা ১০৩-এ নিয়ে গেছেন চারবারের ব্যালন ডি’অর জয়ী। মেসির নামের পাশে ৯৪টি গোল। কোয়ার্টারে জুভেন্টাসের কাছে হেরে এবারের আসর থেকে বিদায় নেয় বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।