ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

রাশফোর্ডের দুর্দান্ত ফ্রি-কিকে ফাইনালের পথে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, মে ৫, ২০১৭
রাশফোর্ডের দুর্দান্ত ফ্রি-কিকে ফাইনালের পথে ম্যানইউ রাশফোর্ডের দুর্দান্ত ফ্রি-কিকে ফাইনালের পথে ম্যানইউ-ছবি:সংগৃহীত

মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত ফ্রি-কিকে সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলে জিতে ইউরোপার লিগের ফাইনালের পথে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিফাইনালের প্রথম লেগে সেল্টার মাঠ স্তাদিও দি বালাইদোসে জয় পাওয়ায় বাড়তি সুবিধে নিয়ে মাঠ ছাড়লো হোসে মরিনহোর শিষ্যরা।

ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ লিগে বৃহস্পতিবার রাতে মাঠে নামে ম্যানইউ ও সেল্টা। তবে প্রথমার্ধ কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের একমাত্র গোলেই জয় পায় রেড ডেভিলসরা।

প্রথমমার্ধ দু’দলই বেশ কয়েকটি আক্রমণ রচনা করে। তবে গোলের দেখা পায়নি। কিন্তু গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানইউ। আর ফলও পায় খুব দ্রুত। খেলার ৬৭ মিনিটে ২৩ গজ দূর থেকে লম্বা ফ্রি-কিকে দলের জয় সূচক গোলটি করেন তরুণ ইংলিশ স্ট্রাইকার রাফফোর্ড। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনহো শিষ্যরা।

আগামী ১১ মে ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে সেল্টাকে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আতিথিয়েতা দেবে ম্যানইউ।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, ০৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।