ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বাবার পর ছেলের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ৬, ২০১৭
বাবার পর ছেলের হ্যাটট্রিক ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের 'গোলমেশিন' খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বাস করেন তার ছেলে একদিন তার মতোই বড় ফুটবলার হবে। বাবার পদাঙ্কই হয়তো অনুসরণ করছেন জুনিয়র রোনালদো।

ছেলের ফুটবল ম্যাচের একটি ভিডিও নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন রোনালদো। সেখানে দেখা যায়, প্রতিপক্ষের গোলরক্ষকের ভুল পাসে বল পান জুনিয়র রোনালদো।

দুর্দান্ত চিপ করে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান রোনালদোর ছেলে। খেলায় দারুণ হ্যাটট্রিকও করেছেন রোনালদো জুনিয়র।

ক’দিন আগেই ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। এবার হ্যাটট্রিক করেছেন তার ছেলে। দারুণ এই খবরটি জানাতে গিয়ে রোনালদো ভিডিও শেয়ারের পর লিখেছেন, ‘খুব গর্ববোধ করছি ছেলের হ্যাটট্রিকের জন্য’।

এর আগেও একটি ভিডিও পোস্ট করেছিলেন রোনালদো। যেখানে দেখা যায়, রিয়ালের মহা-তারকার স্টাইলে জুনিয়র রোনালদো ফ্রি-কিক নিচ্ছেন। বাবার মতোই ফ্রি-কিক থেকে গোল আদায় করে নিয়েছেন। বাবাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুকরণ করেই ফ্রি-কিক গোল করেন জুনিয়র রোনালদো।

রিয়াল মাদ্রিদের সর্বকালের শীর্ষ গোলদাতা চান তার ছেলে স্ট্রাইকার হিসেবে খেলুক। তবে, ছেলেকে ফুটবলার হিসেবে পেতে চাইলেও রোনালদো জুনিয়র ক্যারিয়ার হিসেবে যা বেছে নেবে তাই মেনে নেবেন 'সিআর সেভেন'। ছেলের মাঝেও অ্যাথলেটিক গুনাবলী দেখছেন রোনালদো।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ০৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।