ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে পয়েন্ট খোয়ালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মে ৭, ২০১৭
ঘরের মাঠে পয়েন্ট খোয়ালো লিভারপুল ঘরের মাঠে পয়েন্ট খোয়ালো লিভারপুল/ছবি: সংগৃহীত

মৌসুমের শেষদিকে এসে ঘরের মাঠে পয়েন্ট খোয়ালো লিভারপুল। সাউদাম্পটনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে জেমস মিলনারের পেনাল্টি মিসের খেসারতই দিতে হয়েছে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে অল রেডসরা।

অ্যানফিল্ডে পুরো ম্যাচ জুড়ে কুতিনহো-ফিরমিনোদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। বল দখলে রেখে আক্রমণাত্বক ফুটবল খেলেও জালের দেখা পায়নি ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।

এ মৌসুমে লিভারপুলের আর দু’টি ম্যাচ বাকি। প্রতিপক্ষ ওয়েস্টহাম ও মিডলসব্রো। প্রথমটি অ্যাওয়ে ম্যাচ। যথাক্রমে ১৪ ও ২১ মে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।

...এদিকে পয়েন্ট হাতছাড়া হলেও ম্যানচেস্টার সিটিকে টপকে চার থেকে তিনে উঠে এসেছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরে উত্তীর্ণ হতে শীর্ষ চারে থাকা আবশ্যক। চতুর্থ টিমকে প্লে-অফের বাধা পেরোতে হবে।

৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে অবস্থান করছে লিভারপুল। এক পয়েন্ট পিছিয়ে চারে নেমে গেছে ম্যানসিটি (৩৫ ম্যাচ)। ৩৪ ম্যাচে ৮১ পয়েন্টে শিরোপায় চোখ রাখছে চেলসি। চার পয়েন্ট পিছিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা টটেনহাম।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ৭ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।