ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

গোলস্কোরিং রেসে মেসিময় মৌসুম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মে ৯, ২০১৭
গোলস্কোরিং রেসে মেসিময় মৌসুম গোলস্কোরিং রেসে মেসিময় মৌসুম/ছবি: সংগৃহীত

‘পিচিচি’ ট্রফি ও ইউরোপিয়ান ‘গোল্ডেন বুট’ পুনরুদ্ধারে দুর্দান্ত গতিতে ছুটছেন লিওনেল মেসি। ২০১৬-১৭ মৌসুম শেষের দিকে। কোনো অঘটন না ঘটলে মযার্দাপূর্ণ দু’টি একক পুরস্কারই মেসির দখলে। গোলস্কোরিং রেসে সবার উপরে বার্সেলোনার আর্জেন্টাইন আইকন।

মেসির দীর্ঘ অপেক্ষারই অবসান হতে যাচ্ছে! সবশেষ ২০১২-১৩ মৌসুমে পিচিচি ট্রফি (লা লিগার সর্বোচ্চ গোলস্কোরের পুরস্কার) ও ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

লা লিগার এবারের আসরে সর্বোচ্চ গোলস্কোর তালিকায় ৩৫ গোল নিয়ে মেসির একক আধিপত্য।

দ্বিতীয় স্থানে তারই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ (২৭)। রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো সম্ভাবনা নেই। পর্তুগিজ অধিনায়কের নামের পাশে ২০টি গোল। মৌসুম শেষের আগে আরও দু’টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মেসি। রিয়ালের বাকি তিন ম্যাচ।

ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে মেসিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলস্কোরার। তার সামনে চতুর্থবারের মতো ‘গোল্ডেন শু’ জিতে রোনালদোর রেকর্ড ছোঁয়ার হাতছানি। সর্বোচ্চ চারবার ইউরোপের ‘সোনার জুতা’ নিজের করে নিয়েছেন সিআর সেভেন। গত মৌসুমে ওঠে সুয়ারেজের হাতে।

গোলস্কোরিংয়ে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পোর্টিং লিসবনের ডাচ ফরোয়ার্ড বাস দোস্ত। পর্তুগালের ঘরোয়া লিগে এখন পর্যন্ত ৩১টি গোল করেছেন তিনি। তৃতীয় স্থানে বায়ার্ন মিউনিখের পোলিশ ‘গোলমেশিন’ রবার্ট লেভানডফস্কি (২৮)। তিনজনের পয়েন্ট যথাক্রমে ৭০, ৩১, ৫৬।

ইউরোপের শক্তিশালী লিগ বিচারে পয়েন্টের ভিত্তিতে গোল্ডেন শু অ্যাওয়ার্ড নির্ধারণ করে উয়েফা।  শীর্ষ পাঁচটি লিগ যথাক্রমে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, সিরি আ ও প্রিমেইরা লিগার (পর্তুগাল) খেলোয়াড়দের পয়েন্ট গোলসংখ্যার দ্বিগুণ। র‌্যাংকিংয়ের ছয় থেকে ২১ স্থানে থাকা লিগগুলোর পয়েন্ট ফ্যাক্টর ১.৫।

এ কারণেই লিগ ওয়ান এ পিএসজির জার্সিতে ৩৩টি গোল করেও ৯ নম্বরে অবস্থান করছেন এডিনসন কাভানি। পয়েন্ট ৪৯.৫। ২৪ গোলে ৪৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন।

মেসি-দোস্ত-লেভানডফস্কির পর শীর্ষ দশের বাকি পাঁচ সদস্য যথাক্রমে পিয়েরে এমেরিক উবামেয়াং (২৮ গোল, বুরশিয়া ডর্টমুন্ড), সুয়ারেজ (২৭, বার্সেলোনা), এডিন জেকো (২৭, রোমা), আন্দ্রেয়া বেলোত্তি (২৫, তুরিনো) ও অ্যান্তোনি মোদেস্তে (২৫, কোলন)। প্রত্যেকেই শীর্ষ পাঁচ লিগে খেলছেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ৯ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।