ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানইউকে হটিয়ে পাঁচে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
ম্যানইউকে হটিয়ে পাঁচে আর্সেনাল ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ২-০ গোলের জয় পেল আর্সেনাল। আর এ জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হটিয়ে শীর্ষ পাঁচে নিজেদের জায়গা করেন নিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এছাড়া লিগে এখনও তিন ম্যাচ বাকি তাই শেষ চারের আশাও টিকে রইল দলটির।

এদিন সেন্ট ম্যারি স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় আর্সেনাল। আর পুরো ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নেয় গানাররা।

যদিও প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি দলটি। তবে দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিস সানচেজ ও অলিভার জিরুদের গোলেই জয় নিশ্চিত হয়।

৬০ মিনিটে মেসুত ওজিলের অ্যাসিস্টে মৌসুমের ২০তম গোল করেন সানচেজ। ২০১১-১২ মৌসুমের রবিন ফন পার্সির (৩০ গোল) পর কোনো আর্সেনাল ফুটবলার ২০টি গোল করলো। পরে অ্যারন রামসির পাসে দ্বিতীয় গোলটি করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার জিরুদ।

৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচের রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে ছয়ে ম্যানইউ। তবে ৩৫ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। লিগে বাকি তিন ম্যাচের একটিতে জয় পেলেই শিরোপা জিতবে ব্লুজরা।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।