ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আবাহনীকে হারিয়ে চমকে দিল ফরাশগঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
আবাহনীকে হারিয়ে চমকে দিল ফরাশগঞ্জ ছবি:সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রীতিমতো চমকে দিল পুরনো ঢাকার ক্লাব ফরাশগঞ্জ। বহিষ্কারাদেশ কাটিয়ে লিগে ফিরেই ১-০ গোলে হারের গ্লানি দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে। দলটির আবাহনী বধের নায়ক তাহিদুর জামান লিটন।

এর আগে বুধবার (২ আগস্ট) দুপুরে ভারি বর্ষণের পর কর্দমাক্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে আকাশী-নীলের সমর্থকেরা আশায় বুক বেধেছিলেন, প্রথমার্ধের না হলেও দ্বিতীয়ার্ধে ঠিকই গোল আসবে।

গোল এসেছেও সত্যি। কিন্তু সেটা নিজেদের নয়, প্রতিপক্ষ ফরাশগঞ্জ শিবিরে। ৭৭ মিনিটে তরুণ ফরোয়ার্ড আবাহনীর জালে বল ঠেলে ফরাশগঞ্জকে ১-০ তে এগিয়ে দেন। এরপর সমতায় ফিরতে অবশ্য বেশ কয়েকবার অল অ্যাটাক আক্রমণ করেছে আবাহনী।

কিন্তু ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত তারা সেই লক্ষ্যে ব্যর্থ হলে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।