ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

অবশেষে জয় পেল রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
অবশেষে জয় পেল রিয়াল ছবি:সংগৃহীত

প্রাক মৌসুমে এবারে রিয়াল মাদ্রিদের জন্য কোনো ভাবেই ভালো যায়নি। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ‘এল ক্লাসিকো’ সহ তিন ম্যাচেই হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। তবে যুক্তরাষ্ট্রেই শেষটা ভালো করলো দলটি। মেজর লিগের এমএলএস অল-স্টারসের বিপক্ষে প্রীতি ম্যাচে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয়।

শিকাগোতে ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলের ব্যবধান ছিলো। পরে পেনাল্টি শুটআউটে জয় পায় গ্যালাকটিকোরা।

মূল ম্যাচে দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে রিয়ালের হয়ে লিড নেন বোরজা মেওরাল। তবে ৮৭ মিনিটে এমএলএসের ডাওয়ার ম্যাচে সমতা আনলে, শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে স্বাগতিক দল নিজেদের প্রথম দুটি শটই মিস করে। তবে রিয়ালের হয়ে করিম বেনজেমা, গ্যারেথ বেল, কোভাচিচ ও মার্শেলো গোল করে দলের জয় নিশ্চিত করেন। প্রাক মৌসুম সফর দলের সঙ্গে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছুটি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ০৩ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।