ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

শেখ জামালের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
শেখ জামালের টানা দ্বিতীয় জয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয় পেল শেখ জামাল/ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয় উদযাপন করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মোহামেডানের পর এবার টিম বিজেএমসিকে ন্যূনতম ব্যবধানে (১-০) হারিয়ে মাঠ ছাড়ে তারা।

দলের হয়ে একমাত্র গোলটি করেন নুরুল আফসার। আলি হোসেনের ক্রসে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি তিনি।

কষ্টার্জিত জয় পেলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে থাকে শেখ জামাল। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলা অতটা জমে ওঠেনি।

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমচারদিন আগে নিজেদের প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল শেখ জামাল। ওই ম্যাচটিতে রেফারিকে কটুক্তি করায় বিজেএমসি ম্যাচে ডাগআউটে ছিলেন না কোচ জোসেফ আফুসি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ৩ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।