ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

গবেষণা বলছে ৮৬ বছরের সেরা মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
গবেষণা বলছে ৮৬ বছরের সেরা মেসি ছবি: সংগৃহীত

রিসার্চ সেন্টার অব হিস্টোরি অ্যান্ড স্ট্যাটেসটিকস অব স্প্যানিশ ফুটবল নামে একটি গবেষণা সংস্থা স্প্যানিশ লা লিগার সর্বকালের সেরা ফুটবলার বাছাই করেছে। গবেষণার পাত্রে উঠেছিল দিয়েগো ম্যারাডোনা, ডেভিড বেকহাম, রোনাল্ডো, জিনেদিন জিদান, রাউল গঞ্জালেস, তেলমো জারা, রোনালদিনহো, ফিগো, ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির নাম।

গবেষণায় শীর্ষে থাকা ফুটবলারটির নাম আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। বার্সার এই আইকন ছাড়িয়ে গেছেন বাকি সবাইকেই।

১৯২৯ সালে স্প্যানিশ লা লিগা প্রথম মাঠে গড়িয়েছিল। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই লিগের বয়স ৮৬ বছর। গত ৮৬ বছরের সেরা খেলোয়াড় বেছে নিতে বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেই গবেষণায়। যে গবেষণার কথা বলা হচ্ছে তাতে বেশ কিছু ফ্যাক্টর নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। পরিসংখ্যান তৈরি করেছেন স্প্যানিশ ফুটবল গবেষক হোসে অ্যান্তেনিও ওর্তেগা৷ একজন ফুটবলার প্রত্যেক মৌসুমে কতটা সময় মাঠে কাটিয়েছের, কয়টা গোল করেছেন (পেনাল্টি গোল, ওপেন গোল), ম্যাচে তার প্রভাব, আত্মঘাতী গোল, লাল কার্ড ইত্যাদি নিয়েই এই গবেষণা প্রকাশ করা হয়েছে৷ 

যারা কমপক্ষে ১০ বছর স্প্যানিশ লিগে খেলেছেন তাদের নিয়েই গবেষণা চালানো হয়৷ মোট ৯ হাজার ২৮০ জন খেলোয়াড়ের ওপর এই গবেষণা পরিচালিত হয়। তাদের মধ্যে ছিলেন ৮৪৫ জন গোলরক্ষক। সবকিছু বিচার করেই প্রথম হয়েছেন মেসি৷ তিনি পেয়েছেন ৫৪৫ পয়েন্ট৷ ৫২৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন রাউল গঞ্জালেস৷ টানা ১৬ বছর মাদ্রিদে কাটিয়েছেন তিনি৷ তিনে রয়েছেন সিজার রদ্রিগেজ। চার ও পাঁচ নম্বরে রয়েছেন তেলমো জারা ও কুইনি৷ শীর্ষ দশে আছেন হুয়ান আরদা, আলফ্রেডো ডি স্টেফানো, পাকো বেনতো, কার্লোস আলোনসো ও গুইলারমো গরস্তিজা। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন ১৭ নম্বরে৷ তবে এখনো খেলে যাচ্ছেন, এমন খেলোয়াড়দের তালিকায় মেসির পরপরই আছেন রোনালদো।

গবেষণাটির ব্যাখ্যা দিয়েছেন অন্যতম গবেষণাকারী ওর্তেগা জানান, ‘প্রতি মৌসুমে খেলোয়াড়ের অবদান সহজ ও সুনির্দিষ্ট নির্ণায়কের বিপরীতে বিশ্লেষণ করা হয়েছে। এই মূল্যায়ন সব খেলোয়াড়ের ক্ষেত্রে প্রতি মৌসুমে একই রকম সহজ পদ্ধতিতে করা হয়েছে। প্রত্যেক খেলোয়াড়কে একই দাঁড়িপাল্লায় মাপতে এটি একটি কার্যকর প্রক্রিয়া। তাতে মেসি টেকনিক, প্রেষণা, প্রতিভা ও সামর্থ্যের কারণে সবাইকে ছাড়িয়ে সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন। ’

ফুটবল বিশেষজ্ঞদের মতে ম্যারাডোনা-পেলে পরবর্তী জমানার সেরা ফুটবলার মেসি৷ পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার স্প্যানিশ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। মেসি এই লিগের খেলছেন ২০০৪ সাল থেকে। রোনালদো এই লিগে যোগ দেন ২০০৯ সালে। যেখানে মেসির গোলের সংখ্যা ৩৪৯, সেখানে দ্বিতীয় স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ২৮৫টি। আর তৃতীয় স্থানে থাকা তেলমো জারার ২৫১টি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে মেসিই বিশ্বসেরা ফুটবলার সেটা বলতে কোনো দ্বিধা নেই৷

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।