ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

সুপার কাপে ইনিয়েস্তার খেলা নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
সুপার কাপে ইনিয়েস্তার খেলা নিয়ে সংশয় আন্দ্রেস ইনিয়েস্তা/ছবি: সংগৃহীত

আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়াই স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রিয়াল ‍মাদ্রিদের মুখোমুখি হতে পারে বার্সেলোনা। হাইভোল্টেজ ম্যাচ সামনে রেখে দলের সবশেষ অনুশীলন মিস করায় এমন উদ্বেগ কাতালান শিবিরে।

কোচ আর্নেস্টো ভালভার্ডের অনুমতি নিয়ে বৃহস্পতিবারের (১০ অাগস্ট) ট্রেনিং সেশনে যোগ দেননি ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা। বিশ্বকাপ জয়ী অভিজ্ঞ মিডফিল্ডারের অনুপস্থিতির কারণ প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ।

গত সোমবার (৭ আগস্ট) শাপেকোয়েন্সের বিপক্ষে ৫-০ গোলে জেতা হুয়ান গাম্পার ট্রফিতে খেলেছিলেন ইনিয়েস্তা। কোনো ইনজুরির খবর পাওয়া যায়নি। অনুশীলন না করা নিয়ে তাই এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত মৌসুমে ইনজুরি আর ফিটনেস সমস্যা তাকে বেশ ভুগিয়েছিল।

দু’দিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার জিতে ছন্দে লস ব্লাঙ্কসরা। কাতালানরাও দুর্দান্ত ফর্মে। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক রোমাঞ্চকর ম্যাচই অপেক্ষা করছে। এটিই হবে নেইমারবিহীন বার্সার প্রথম অফিসিয়াল ম্যাচ।

আগামী রোববার (১৩ আগস্ট) চিরপ্রতিদ্বন্দ্বীদের আতিথ্য দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’ শুরু হবে। তিনদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে শিরোপা নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ (বুধবার দিবাগত রাত ৩টা)।

প্রতি মৌসুমের শুরুতে লিগ (লা লিগা) ও কোপা দেল রে চ্যাম্পিয়নদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ইভেন্টটি উপভোগ করে দর্শকরা। লা লিগা পুনরুদ্ধারের মধ্য দিয়ে তিন বছর পর সুপার কাপের লড়াইয়ে ফিরেছে জিনেদিন জিদানের রিয়াল। সবশেষ ২০১৪ সালে নগর প্রতিদ্বন্দ্বী লিগ জয়ী অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ২-১ অ্যাগ্রিগেটে হেরে শিরোপা হাতছাড়া করেছিল গ্যালাকটিকোরা।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।