ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মধুপুরে জলছত্র সুপার কাপ ফুটবল লিগ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
মধুপুরে জলছত্র সুপার কাপ ফুটবল লিগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে সপ্তম জলছত্র সুপার কাপ ফুটবল লিগ ২০১৭ আসরের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে জলছত্র ফুটববল মাঠে এই ফুটবল লিগের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপর ইউপি চেয়ারম্যান অরণখোলার আব্দুর রহিম।

উপস্থিত ছিলেন মধুপুর উপজেরা পরিষদেও সাবেক নারী ভাইস চেয়ারম্যান আদিবাসী নেত্রী যষ্ঠিনা নকরেক।

জলছত্র স্পোর্টিং ক্লাবের বার্ষিক ফুটবল লিগের এবারের আসরে ১৬টি দল অংশ নিচ্ছে।

সপ্তম বছরের বার্ষিক এই ফুটবল লিগের উদ্বোধনী খেলায় স্বাগতিক মধুপুর ফুটবল একাদশ ঘাটাইল একাদশের মুখোমুখি হয়। এতে ঘাটাইল একাদশ স্বাগতিক মধুপুর একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয় লাভ করে। খেলা পরিচালনা করেন জেলা রেফারি সমিতিরি সদস্য অ্যাডভোকেট নবু খান, আব্দুল মোমিন ও মতিয়ার রহমান।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ১১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।