ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নদের হারাল ভিক্টোরিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
চ্যাম্পিয়নদের হারাল ভিক্টোরিয়া ছবি: সংগৃহীত

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। চ্যাম্পিয়ন হয়েও তারা প্রিমিয়ার লিগে অংশ নেয়নি। তাদের পরিবর্তে রানার্স-আপ সাইফ স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লিগে খেলছে।

আর ফকিরেরপুল এবারও খেলছে মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে।

শুক্রবার (১১ আগস্ট) ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের।

চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে কাওরানবাজারের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও আজ তারা পূর্ণ ৩ পয়েন্ট হারিয়েছে। তাদেরকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটে সাব্বির আহমেদের গোলে এগিয়ে যায় ভিক্টোরিয়া। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় মতিঝিলের ক্লাবটি।

বিরতির পর দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। তবে যোগ করা সময়ে (৯০+১) ভিক্টোরিয়ার সাইফ সামসুদ গোল করে ব্যবধান ২-০ করেন। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়া। লিগে এটা তাদের প্রথম জয়। নিজেদের প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের কাছে হেরেছিল তারা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ১১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।