ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারের অভিষেক হচ্ছে আজই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
নেইমারের অভিষেক হচ্ছে আজই ছবি: সংগৃহীত

পিএসজির জার্সিতে নেইমারের খেলায় আর কোনো বাধা নেই। রোববারের ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে ব্রাজিলিয়ান আইকনের। নতুন ক্লাবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের খেলা দেখতে দর্শকদের অধীর অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজই!

স্বাগতিক গুইনগ্যাম্পের বিপক্ষে ঘোষিত ২০ সদস্যের স্কোয়াডে শোভা পাচ্ছে ওয়ার্ল্ড ট্রান্সফার রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে আসা নেইমারের নাম। রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

দু’দিন আগে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন নেইমারের ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট (আইটিসি) হাতে পাওয়ার মধ্য দিয়ে আলোচিত দলবদলটি অফিসিয়ালি অনুমোদন পায়। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ন্যু ক্যাম্প অধ্যায়ের ইতি টেনে প্যারিসে উড়াল দেন পেলের উত্তরসূরি।

আইটিসি না পাওয়ার কারণেই গত সপ্তাহে লিগ সিজনের প্রথম ম্যাচে দর্শক ভূমিকায় থাকতে হয় ২৫ বছর বয়সী নেইমারকে। অ্যামিয়েন্সের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর এবার ব্যাক-টু-ব্যাক পূর্ণ পয়েন্টে চোখ রাখছে গত মৌসুমে মোনাকোর কাছে লিগ ট্রফি হাতছাড়া করা পিএসজি।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।