ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

অভিষিক্ত লুকাকুর চমকে বড় জয় ম্যানইউর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
অভিষিক্ত লুকাকুর চমকে বড় জয় ম্যানইউর অভিষিক্ত লুকাকুর চমকে বড় জয় ম্যানইউর-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৭-১৮ মৌসুমে অসাধারণ শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। তার চেয়ে বড় খবর অভিষেকেই জোড়া গোল করে হইচই ফেলে দিলেন রোমেলু লুকাকু। ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে ম্যানইউর হয়ে আরও একটি করে গোল করেন অ্যান্তোনিও মার্শাল ও পল পগবা।

এদিন শুরু থেকেই আক্রমণে চওড়া হওয়া স্বাগতিকরা ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোল পায়।

এভারটন থেকে রেড ডেভিলসদের দলে পাড়ি দেওয়ার পর অভিষেকেই গোল পেলেন লুকাকু। পরে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশ জায়ান্ট দলটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ফের লুকাকু ম্যাজিক। এবার ৫২ মিনিটে বেলজিয়ান স্ট্রাইকারের গোলে ব্যবধান দ্বিগুণ হয় ম্যানইউর।  

ম্যাচের শেষ দিকে বড় জয় নিশ্চিত করেন মার্শাল ও পগবা। ৮৭ মিনিটে মার্শাল ও নির্ধারিত সময়ের শেষ মিনিটে পগবা গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।