ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার দল গোছানোর বিকল্প নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
বার্সার দল গোছানোর বিকল্প নেই ছবি: সংগৃহীত

মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই নেইমারের অভাব টের পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ৩-১ গোলে হারতে হয়েছে। দলের পরীক্ষিত মিডফিল্ডার সার্জিও বুসকেটস জোর দিয়েই বলেছেন, ট্রান্সফার উইন্ডো শেষের আগে বার্সাকে অবশ্যই স্কোয়াড গোছাতে হবে।

নেইমার পিএসজিতে চলে যাওয়ায় বার্সার আক্রমণভাগের দুর্বলতা স্পষ্ট। রিয়ালের বিপক্ষে হারের কারণেই নয়, দীর্ঘমেয়াদে টিম শক্তিশালী করার লক্ষ্যে বার্সার আরও সাইনিং প্রয়োজন বলে মনে করেন বুসকেটস।

সান্তিয়াগো বার্নাব্যুতে কাতালানদের সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। বুধবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় শিরোপা নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

লাল কার্ড দেখায় ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছে না রিয়াল। জেরার্ড পিকের আত্মঘাতী গোলের পর পেনাল্টি থেকে বার্সাকে লিওনেল মেসি ম্যাচে ফেরালেও দর্শনীয় শটে লিড এনে দেন সিআর সেভেন। জার্সি খুলে গোল উদযাপনে প্রথম হলুদ কার্ডের দুই মিনিট বাদেই (৮২) ডি-বক্সে ডাইভ দিয়ে লাল কার্ডে মাঠ ছাড়েন। শেষ মিনিটে স্কোরশিটে নাম লেখান উদীয়মান মার্কো অ্যাসেনসিও। চালকের আসনে চলে যায় গ্যালাকটিকোরা।

.নেইমারের অভাব পূরণে সেরা ‍কাউকেই দলে ভেড়াতে মরিয়া কাতালানরা। ৩১ আগস্ট দলবদলের ডেডলাইনের আগে একাধিক তারকা আসতে পারে বার্সায়। ইতোমধ্যেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহোকে নিশ্চিত করেছে তারা। সবচেয়ে বড় টার্গেট লিভারপুলের ফিলিপ্পে কুতিনহোও ক্লাব ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। পছন্দের তালিকার শীর্ষে আরও আছেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও উঠতি ফ্রেঞ্চ ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে।

ট্রান্সফার মার্কেটে এসব লক্ষ্য পরিপূর্ণ হলে খুব শিগগিরই নতুন রূপে দেখা যাবে বার্সাকে। সেটিই চাচ্ছেন বিশ্বকাপ জয়ী অভিজ্ঞ বুসকেটস। অবশ্য রিয়ালের কাছে হারের কারণই যে ক্লাবকে খেলোয়াড় কেনার পেছনে অধিক ব্যয়ের প্রয়োজনীয়তা দেখাচ্ছে তাতে একমত নন এ স্প্যানিয়ার্ড। সবকিছু নতুনভাবে সাজানোটাই এর প্রধান কারণ বলে মনে করেন তিনি।

এ ব্যাপারে ২৯ বছর বয়সী বুসকেটসের ভাষ্য, ‘এ ফলাফলের কারণে টিমের সাইনিং দরকার নেই। আমাদের নতুন খেলোয়াড় প্রয়োজন কারণ টিমের বর্তমান অবস্থা নতুনভাবে সাজাতে হবে। এটা খুব কঠিন কিন্তু ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আমরা বার্নাব্যুতে যাব। আমরা কোনো অযুহাত দাঁড় করানোর দিকে চোখ রাখছি না। ’

বার্সা জেনারেল ম্যানেজার পেপ সেগুরা যোগ করেন, এ পরাজয় ট্রান্সফার উইন্ডোর চূড়ান্ত দুই সপ্তাহের কার্যক্রমে প্রভাব ফেলবে না, ‘সব সমর্থকদের জন্য এটা হতাশাজনক। এটা এমন একটা পরিস্থিতি যেটা আমরা অতীতে প্রদর্শন করেছি যে বার্নাব্যুতে ঘুরে দাঁড়িয়ে আমাদের জয় পাওয়ার সামর্থ্য রয়েছে। এই ফলাফলটি স্পোর্টিং সাইডটির পরিকল্পনা (ট্রান্সফা মার্কেট প্ল্যান) নির্ধারণ করবে না। প্রথমার্ধে আমরা খুব ভালো ছাপ রেখেছি। পিকের আত্মঘাতী গোলটি আমাদের অনেক ব্যথিত করেছে। ’

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।