ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ফেনী সকারের প্রথম জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ফেনী সকারের প্রথম জয় ছবি: সংগৃহীত

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে প্রথম জয় পেয়েছে ফেনী সকার ক্লাব। সোমবার (১৪ আগস্ট) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে কারওয়ান বাজার প্রগতি সংঘকে।

লিগের প্রথম ম্যাচে ফেনী সকার নবাগত দল নোফেলের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছিল। পরের ম্যাচে ড্র করে তারা।

আর আজ জয় তুলে নিয়েছে ফেনীর দলটি।

সোমবার কারওয়ান বাজারের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ফেনী সকার। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় তারা। ম্যাচের ৬৭ মিনিটে ফেনী সকারের কৃষ্ণ বর্মন গোল করে এগিয়ে নেন দলকে। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে ফেনীর দলটি।

এ জয়ের ফলে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে ফেনী সকার। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ থেকে কারওয়ান বাজার প্রগতি সংঘের সংগ্রহ ১ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।