ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপা নির্ধারণী এল ক্লাসিকোর রোমাঞ্চ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
শিরোপা নির্ধারণী এল ক্লাসিকোর রোমাঞ্চ ছবি: সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রথমে লেগে ৩-১ গোলের জয়ে চালকের আসনে গ্যালাকটিকোরা। মেসি-সুয়ারেজদের সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

চারদিনের মধ্যে আরেকটি এল ক্লাসিকোর রোমাঞ্চ উপভোগ করবে ফুটবল বিশ্ব। বুধবার (১৬ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।

পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই হোম ভেন্যুতে মৌসুমের প্রথম ম্যাচে নামতে হবে রিয়ালকে। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে জেরার্ড পিকের আত্মঘাতী গোলের পর পেনাল্টি থেকে বার্সাকে ম্যাচে ফেরান লিওনেল মেসি। বদলি হিসেবে নামা রোনালদো ও মার্কো অ্যাসেনসিওর দর্শনীয় স্ট্রাইকে সুপার কাপের নিয়ন্ত্রণ চলে যায় লস ব্লাঙ্কসদের হাতে।

জার্সি খুলে ‍উদযাপনের কিছুক্ষণ পরেই ডি-বক্স সীমানায় ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ায় রেফারিকে মৃদু ধাক্কা দিয়ে বসেন সিঅার সেভেন। এ অপরাধে তাকে মোট পাঁচ ম্যাচ নিষিদ্ধ করে স্প্যানিশ ফেডারেশন কম্পিটিশন কমিটি। বাকি নিষেধাজ্ঞা লা লিগায় কার্যকর হবে। আপিলে শাস্তি কমবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

এদিকে, ঘুরে দাঁড়ানোর ম্যাচে আন্দ্রেস ইনিয়েস্তার ইনজুরি বার্সার জন্য বড় এক ধাক্কা। ঊরুর সমস্যায় ছিটকে গেছেন স্প্যানিশ তারকা। দলের সঙ্গে মঙ্গলবারের (১৫ আগস্ট) ট্রেনিং মিস করেন বিশ্বকাপ জয়ী এ অভিজ্ঞ মিডফিল্ডার।

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে রিয়াল টিমে ফিরছেন লুকা মডরিচ। তিন বছর আগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। এ ইভেন্টে সেবারই সবশেষ খেলেছিল গ্যালাকটিকোরা। বলা বাহুল্য, লা লিগা ও কোপা দেল রে জয়ীদের মধ্যে স্প্যানিশ সুপার কাপ অনুষ্ঠিত হয়।

চাইনিজ ক্লাব গুয়াংঝো এভারগ্রান্ডে থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহোকে দলে ভিড়িয়েছে বার্সা। কিন্তু এ ম্যাচে তার খেলার সুযোগ নেই। কোচ আর্নেস্টো ভালভার্ডে ইনিয়েস্তা ছাড়া প্রথম লেগের শুরুর একাদশ বেছে নিতে পারেন। আরেকটি পরিবর্তন আসতে পারে। রাইটব্যাকে অ্যালেক্স ভিদালের প্রতিদ্বন্দ্বী সামার সাইনিং নেলসন সেমেদো।

পিএসজিতে চলে যাওয়া নেইমারের অভাব পূরণে এখনো কাউকে আনতে পারেনি কাতালানরা। তাই আক্রমণভাগে মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গী হিসেবে জেরার্ড ডেউলোফেউয়ের থাকার সম্ভাবনাই বেশি।

মডরিচ ফেরায় শুরুর একাদশে জায়গা হারাতে পারেন মাতেও কোভাচিচ। রোনালদোর অনুপস্থিতিতে অ্যাটাকিংয়ে করিম বেনজেমা ও ইস্কোর সঙ্গে নেতৃত্ব দেবেন গ্যারেথ বেল। ন্যু ক্যাম্পে চমৎকার গোল উপহার দেওয়া উদীয়মান অ্যাসেনসিওকে শুরুতে হয়তো বেঞ্চে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।