ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে আসলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে আসলেন নেইমার প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে আসলেন নেইমার-ছবি:সংগৃহীত

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের অ্যাম্বাসেডর হলেন প্যারিস সেন্ট জার্মেইর তারকা নেইমার। আর এমন সম্মানে ভূষিত হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী প্রতিবন্ধী ও দুস্থদের সাহায্যে এগিয়ে আসলেন তিনি।

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল মূলত বিশ্বে গরিব, দুস্থ, প্রতিবন্ধী ও ভূমিহীনদের সাহায্য করার একটি সংস্থা।

সদ্য বার্সেলোনা ছেড়ে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে পাড়ি জমানো নেইমার প্রসঙ্গে হ্যান্ডিক্যাপ জানায়, বিশ্বে ঝুঁকিপূর্ণ মানুষ, প্রতিবন্ধী ও প্রাকৃতিক বিপর্যয়ের শিকার মানুষের সাহায্যে কাজ করবেন নেইমার।

এদিন সুইজারল্যান্ডের জেনেভায় জাতি সংঘের সদর দপ্তরে সামনে ৩৯ ফুট একটি চেয়ারের ওপর ওঠেন নেইমার। সেখান থেকে বলে কিক দিয়ে যাত্রা শুরু করেন তিনি।

পরে নেইমার বলেন, ‘অ্যাম্বাসেডর হতে পেরে আমি দারুণ খুশি। আশাকরি তাদের সঙ্গে ভালো একটি জুটি গড়ে আমি মানুষকে সাহায্য করতে পারবো। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ নিজেদের অধিকার চায়। আমাদেরও ইচ্ছে তাদের ভালো রাখতে সাহায্য করতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।