ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

আরও অস্বস্তিতে বার্সা শিবির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরও অস্বস্তিতে বার্সা শিবির ছবি: সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে হেরে শিরোপা হাতছাড়া করেছে মেসি-সুয়ারেজদের বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হারে দলটি। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হেরেছিল।

হারের পর বার্সাকে আরও দুঃসংবাদ শুনতে হয়েছে। হাঁটুর চোটে পড়েছেন সুয়ারেজ।

আগামী রোববার (২০ আগস্ট) রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সার এবারের লা লিগার মিশন।

গতবারও একই তারিখে বেতিসের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল বার্সার। গতবার সেই ম্যাচে ছিলেন না নেইমার। এবারও নিশ্চিত থাকছেন না। সেই ম্যাচে নেইমারকে ছাড়াই বেতিসকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছিল মেসি-সুয়ারেজরা। সুয়ারেজ হ্যাটট্রিক করেছিলেন সেই ম্যাচে, মেসি করেছিলেন জোড়া গোল। বাকি গোলটি করেছিলেন আরদা তুরান। ম্যাচের নায়ক সুয়ারেজকে ছাড়াই হয়তো এবার লিগ শিরোপা পুনরুদ্ধারে মাঠে নামতে হবে বার্সাকে।

বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, সুয়ারেজের হাঁটুতে আঘাত লেগেছে। চোটটা কত গুরুতর, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। চোট খুব বেশি মারাত্মক না হলেও তাকে বিশ্রামে থাকতে হবে। আরেকটি পরীক্ষার পর বোঝা যাবে তার চোটের ধরন। এরপরই বলা যাবে রোববারের প্রথম ম্যাচে সুয়ারেজকে একাদশে পাওয়া যাবে কি না।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।