ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার অসহায়ত্ব স্বীকার করলেন পিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
বার্সার অসহায়ত্ব স্বীকার করলেন পিকে ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের কাছে মৌসুমের প্রথম লড়াইয়ে দাঁড়াতেই পারলো না বার্সেলোনা। অসহায় আত্মসমর্পণ যাকে বলে! স্প্যানিশ সুপার কাপে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে ধরাশায়ী কাতালানরা। দলের অন্যতম অভিজ্ঞদের একজন জেরার্ড পিকে তো বলেই ফেলেছেন, এ প্রথম রিয়ালের কাছে বার্সাকে তার ‘অধম’ মনে হয়েছে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর ম্যাচে ২-০ গোলে হারের হতাশায় ডোবে বার্সা। এর আগে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত প্রথম লেগে ৩-১ ব্যবধানের লজ্জা সঙ্গী হয়।

সব মিলিয়ে ২০১৭-১৮ সিজনের শুরুতেই বড় এক ধাক্কা খেল আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। পিকের এমন অনুভূতি সেটিরই জানান দিচ্ছে। তার চোখে বার্সাকে আরও অনেক উন্নতি করতে হবে। নেইমারের অভাবটা ভালোই টের পাচ্ছে কাতালানরা।

নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি থাকা সত্ত্বেও গ্যারেথ বেল ও ইস্কোকে সাইডবেঞ্চে বসিয়ে রাখেন জিনেদিন জিদান। তাতেও চিরপ্রতিদ্বন্দ্বীদের কোণঠাসা করতে যেন বেগ পেতে হয়নি। আলো কাড়েন উদীয়মান মার্কো অ্যাসেনসিও। বার্নাব্যুতেও চোখ ধাঁধানো শটে দর্শনীয় গোল উপহার দেন ২১ বছর বয়সী এ অ্যাটকিং মিডফিল্ডার।

সামগ্রিক পরিস্থিতিতে ‍বার্সার দল গোছানোর বিকল্প নেই। সম্প্রতি মিডফিল্ডার সাজিও বুসকেটস এ কথাই বলেছেন। নেইমার পিএসজিতে চলে যাওয়ায় তার যোগ্য উত্তরসূরি পেতে মরিয়া বার্সা। লিভারপুল থেকে ফিলিপ্পে কুতিনহো ও বুরুশিয়া ডর্টমুন্ডের উঠতি ফরোয়ার্ড ওসমান ডেম্বেলেকে ভাগিয়ে আনতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।

.সুপার কাপে এমন পারফরম্যান্স যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বার্সার বর্তমান দলীয় অবস্থান কতটা করুণ! যেটি সবকিছু নতুনভাবে শুরু করার তাগিদ দিচ্ছে। ন্যু ক্যাম্পে নতুনদের আগমনে তা কাটিয়ে ওঠা সম্ভাব হবে বলেই মনে করেন সমর্থকরা।

রিয়ালের কাছে ফিরতি পর্বের ম্যাচে হারের পর পিকে বলেছেন, ‘এটা একটা লম্বা প্রক্রিয়া এবং প্রচুর উন্নতির জায়গা রয়েছে। ৯ বছর ধরে আমি এখানে আছি, এ প্রথম রিয়ালের সামনে বার্সাকে অধম অনুভব করলাম। আমরা এখন সেরা অবস্থানে নেই, দল হিসেবে কিংবা ক্লাব হিসেবে। আমাদের অবশ্যই যতটা সম্ভব একত্রে থেকে সামনে এগিয়ে যেতে হবে। ’

অন্যদিকে, বার্সার নতুন কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, ‘আপনি যখন হেরে যাবেন একটা অনুভূতি কাজ করবে, কিছু মুহূর্তে প্রতিপক্ষ ভালো ছিল। টেকনিক্যাল দিকগুলো অবশ্যই বিশ্লেষণ করতে হবে। আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু সেটি হয়নি। আমাদের মানসিকভাবে ঘুরে দাঁড়িয়ে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে কারণ পরিস্থিতিটা আগের মতো নেই, পরিবর্তিত হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।