ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

শেষ দিকের আক্রমণে বড় জয় ম্যানইউর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
শেষ দিকের আক্রমণে বড় জয় ম্যানইউর শেষ দিকের আক্রমণে বড় জয় ম্যানইউর-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ারি লিগে সোয়ানসি সিটির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যাচের একেবারে শেষ দিকেই বড় জয় নিশ্চিত হয় হোসে মরিনহোর শিষ্যদের। দলের হয়ে একটি করে গোল করেন এরিক বেইলি, রোমেলু লুকাকু, পল পগবা ও অ্যান্তোনিও মার্শাল।

এদিন সোয়ানসির মাঠ লিবার্টি স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় ম্যানইউ। তবে প্রথমার্ধ বেশ কয়েকটি চেষ্টা করলেও গোল পেতে বিরতির ঠিক আগ পর্যন্ত অপেক্ষা করতে হয়।

৪৫ মিনিটে এরিক বেইলি গোল করে দলকে লিড এনে দেন।

দ্বিতীয়ার্ধেই মূলত জ্বলে ওঠে রেড ডেভিলসরা। এ মৌসুমেই এভারটন থেকে আসা স্ট্রাইকার লুকাকু ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ছয় মিনিটের মধ্যে আরও দুটি গোল হয়। ৮২ ও ৮৪ মিনিটে যথাক্রমে গোল করেন পগবা ও মার্শাল।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনহো শিষ্যরা। লিগে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে জায়ান্ট দলটি। আছে শীর্ষে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।