ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুল জয় পেলেও হেরেছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
লিভারপুল জয় পেলেও হেরেছে আর্সেনাল লিভারপুলের জয়-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে লিভারপুল। সাইদু মানের একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে ইয়র্গান ক্লপের শিষ্যরা। তবে অন্য ম্যাচে স্টোক সিটির বিপক্ষে একই ব্যবধানে হেরেছে আর্সেনাল।

শনিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ক্রিস্টালকে আতিথিয়েতা জানায় লিভারপুল। তবে পুরো ম্যাচেই স্বাগতিকদের বেশ ভুগতে হয়।

পরে দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে স্ট্রাইকার মানের গোলে জয় নিশ্চিত হয় অল রেডসদের।

অন্য ম্যাচে স্টোকের কাছে হেরে অঘটনের জন্ম দিয়েছে আর্সেনাল। বেট৩৬৫ স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে ৪৭ মিনিটে রিয়াল ‍মাদ্রিদের সাবেক ফুটবলার হেসের অভিষেক গোলেই হার নিশ্চিত হয় গানারদের।

লিগে এ নিয়ে দুটি ম্যাচ খেলে একটি জয় ও একটিতে ড্র দেখেছে লিভারপুল। আর প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচের হেরেছে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।