ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

চট্টগ্রাম আবাহনীর টানা পঞ্চম জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
চট্টগ্রাম আবাহনীর টানা পঞ্চম জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। বন্দর নগরীর দলটির বিপক্ষে পেরে উঠছে না কোনো দল। এবার চট্টগ্রামের দলটির বিপক্ষে হেরেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার (২০ আগস্ট) চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারায় রহমতগঞ্জকে। দলের হয়ে আবারো গোল করেন তৌহিদুল আলম সবুজ।

লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সবুজের মোট গোল ৫টি। প্রথমার্ধে সবুজ এগিয়ে নেওয়ার পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন। লিগে প্রথম গোল পেলেন জাহিদ।

ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে লিড পাইয়ে দেন সবুজ। ৭১তম মিনিটে জাহিদের শট নেওয়া বল শরিফুল ইসলাম সজীব হাত দিয়ে ফেরালে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। সেখান থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ।

৫ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট করে পেয়ে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ ১৫। পাঁচ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ৭, এটা তাদের দ্বিতীয় পরাজয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।