ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

আলোনসোর জোড়া গোলে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
আলোনসোর জোড়া গোলে চেলসির জয় ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি ও রানারআপ টটেনহাম। কিন্তু চেলসি ডিফেন্ডার মার্কোস আলোনসোর জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়লো পচেট্টিনোর শিষ্যরা।

রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরুতে স্প্যানিশ লেফট ব্যাক আলোনসোর দুর্দান্ত ফ্রি-কিক এ এগিয়ে গিয়েছিল আন্তোনিও কোন্তের দল। বিরতিতে ১-০ এগিয়ে থেকেই ড্রেসিংরুমে ফিরেছিলেন ডেভিড লুইজরা।

 

৮২তম মিনিটে আত্মঘাতী গোলে ফিরে সমতা। ক্রিস্তিয়ান এরিকসেনের ফ্রি-কিক হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন মাত্রই বদলি নামা মিচি বাতশুয়াই।  

৮৮তম মিনিটে পেদ্রোর কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে চেলসিকে আবার এগিয়ে নেন আলনসো। গোলরক্ষক লরিস গায়ের নিচ দিয়ে যাওয়া বল ঠেকাতে পারেননি। পারেননি এবারের আসরে দলের প্রথম পরাজয়ও ঠেকাতে।

এবারের আসরে চেলসি নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিলো।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।