ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মেসির নতুন চুক্তিতে সই করাটা সময়ের ব্যাপার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
মেসির নতুন চুক্তিতে সই করাটা সময়ের ব্যাপার লিওনেল মেসি / ছবি:সংগৃহীত

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হলেও এখনো তাতে সই করেননি লিওনেল মেসি। এ নিয়ে উদ্বেগের কিছু নেই বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন ক্লাবের টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ। তার দাবি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।

গত মাসে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তির বিষয়ে নিজের সম্মতি প্রকাশ করেন মেসি। এখন অফিসিয়ালি চুক্তিপত্রে সই করাটা বাকি।

প্রাক মৌসুমেই চুক্তি নবায়ন হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু হবে হবে করেও বিলম্বের কারণে নতুন করে উদ্বেগের জন্ম দেয়। আগামী বছর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। তবে বার্সা তাদের সেরা তারকাকে নিয়ে নির্ভার।

ট্রান্সফার রেকর্ড গড়ে নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর ন্যু ক্যাম্পে মেসির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। এখন অবশ্য সেই অবস্থা নেই। আগের যেকোনো সময়ের চেয়ে আর্জেন্টাইন আইকনের ওপর অধিক নির্ভরশীল কাতালানরা।

রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের (দুই লেগ মিলিয়ে ৫-১) হতাশা ভুলে জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে বার্সা। ইনজুরির কারণে ইনিয়েস্তা-সুয়ারেজের অনুপস্থিতিতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন মেসি। রিয়াল বেটিসের বিপক্ষে জয়টি ২-০ ব্যবধানের। পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা মেসিকে গোলবঞ্চিত রাখে গোলবার। বেশ কয়েকটি শটই প্রতিহত হয়।

মৌসুমের প্রথম লিগ ম্যাচের পর এক সাক্ষাৎকারে মেসির চুক্তি নবায়ন ইস্যু নিয়ে কথা বলেন ফার্নান্দেজ, ‘মেসির সঙ্গে পুরো চুক্তির বিষয়টি চূড়ান্ত। তাতে সইয়ের জন্য আমরা এখন কেবল সুবিধামতো সঠিক সময়ের দিকে তাকিয়ে আছি। ’

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।