ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

অবসরের পর ফের জাতীয় দলে ভিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
অবসরের পর ফের জাতীয় দলে ভিয়া ছবি:সংগৃহীত

ডেভিড ভিয়া বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল নিউইয়র্ক সিটি এফসিতে। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও সেই ভিয়াকে বিশ্বকাপের বাছাই পর্বে ইতালি ও লিখেটেনস্টেইন ম্যাচের জন্য দলে ডাকলেন স্পেনের কোচ জুলেন লোপেতেগুই। গত তিন বছর স্পেন দলে ছিলেন না ভিয়া।

ক্লাব ফুটবলে দারুণ ছন্দে থাকা ভিয়া তারই ফলশ্রুতিতে জাতীয় দলে ডাক পেলেন।

দেশের হয়ে রেকর্ড ৫৯টি গোল করা ভিয়া ২০১৪ বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন।

ব্রাজিলে হওয়া ওই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিজের শেষ ম্যাচেও গোল করেছিলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ওই টুর্নামেন্টে খেলতে গিয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে তারা।

২০১৫ সালে মেজর লিগ সকারের দল নিউ ইয়র্ক সিটিতে যোগ দেন ভিয়া। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ২৩ ম্যাচ খেলে ১৯ গোল করে কোচ লোপেতেগুইর নজর কাড়েন।

আগামী ২ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে ঘরের মাঠে খেলবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। তিন দিন পর লিখটেনস্টেইনের মাঠে খেলবে ২০০৮ ও ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়নরা।

রাশিয়া বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

স্পেন দল:

গোলরক্ষক: কেপা আরিসাবালাগা, ডেভিড ডি গিয়া, পেপে রেইনা।

ডিফেন্ডার: জর্দি আলবা, সিজার আসপিলিকুয়েতা, মার্ক বার্ত্রা, দানি কারভাহাল, নাচো ফার্নান্দেস, জেরার্ড পিকে, সার্জিও রামোস।

মিডফিল্ডার: ইসকো, থিয়াগো আলকান্তারা, সার্জিও বুসকেটেস, সুসো, ডেভিড সিলভা, আন্দ্রেস ইনিয়েস্তা, সাউল, কোকে।

ফরোয়ার্ড: মার্কো অ্যাসেনসিও, ইয়াগো আসপাস, জেরার্ড দেউলেফেউ, ভিতোলো, আলভারো মোরাতা, পেদ্রো, ডেভিড ভিয়া।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।