ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

তারকাবিহীন জার্মান দলে নেই ন্যুয়ারও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
তারকাবিহীন জার্মান দলে নেই ন্যুয়ারও তারকাবিহীন জার্মান দলে নেই ন্যুয়ারও-ছবি:সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে জার্মানি। তবে এই দলে অন্তত ১০ জন তারকা ফুটবলার নেই। ইনজুরির কারণে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ার।

আগামী মাসের শুরুতে চেক প্রজাতন্ত্র ও নরওয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তবে ইনজুরিতে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখ তারকা ন্যুয়ার ও ডিফেন্ডার জেরোম বোয়েটাং।

জোয়াকিয়াম লো’র অধীনে দলে রাখা হয়নি লিরয় শেন, সাকোদ্রান মুস্তাফি ও আন্দ্রে শুরলের মতো তারকাদের।

সি গ্রুপে জার্মানির বর্তমান অবস্থান শীর্ষে। ছয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। এছাড়া সম্প্রতি ২০১৭ ফিফা কনফেডারেশনস কাপেও শিরোপা জিতেছে দলটি।

জার্মানির ২৪ সদেস্যর দল:

গোলরক্ষক: বার্নড লিনো, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্রাপ।

রক্ষণভাগ: জোনাস হেক্টর, ম্যাটস হ্যামেলস, জোশুয়া কিমিচ, অ্যানতোনিও রুডগার, নিক্লাস সুলে, মাতথিয়াস গিন্টার, বেঞ্জামিন হেন্ড্রিক্স।

মধ্যমভাগ: জুলিয়ান ব্র্যান্ড্ট, এমরি ক্যান, জুলিয়ান ড্রেক্সলার, সামি খেদিরা, টনি ক্রুস, মেসুত ওজিল, সার্জ গ্যান্বরি, লিওন গোরেজ্জা, সেবাস্তিয়ান রুডি, 

আক্রমণভাগ: লারস স্টিন্ডল, টিমো ওয়ার্নার, মারিও গোমেজ, আমিন ইউনুস, থমাস মুলার।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।