ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

দিল্লিতে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিকেএসপি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
দিল্লিতে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিকেএসপি ছবি: সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিকেএসপি অনূর্ধ্ব-১৪ ফুটবল দল ভারতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জি কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৭ তে অংশগ্রহণের জন্য দিল্লিতে অবস্থান করেছে।

১৮ সদস্য বিশিষ্ট এই দলে ১৬ জন খেলোয়াড়, কোচ ও ম্যানেজার রয়েছেন।

এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল ৮টি গ্রুপে অংশ নেবে।

পুল ‘এইচ’ এ বিকেএসপি ছাড়াও রয়েছে সিকিম, লাকশাদ্বীপ ও ডামান অ্যান্ড ডিউ প্রদেশ। দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে হাছান আল মাসুদ ও মো: আব্দুল্লাহ জাহিদ।

উল্লেখ্য বিকেএসপি দলটি সুব্রত মুখার্জি কাপ ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন দল হিসেবে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।

টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা আগামী ১ সেপ্টেম্বর, ৩ সেপ্টেম্বর ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।