ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

লেভার জোড়ায় ছন্দময় বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
লেভার জোড়ায় ছন্দময় বায়ার্ন ছবি: সংগৃহীত

তিন মিনিটে জোড়া গোল করে বায়ার্ন মিউনিখকে ব্যাক-টু-ব্যাক জয় উপহার দিয়েছেন রবার্ট লেভানডফস্কি। নতুন মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে ছয়বার বল জালে পাঠিয়েছেন পোলিশ ‘গোলমেশিন’।

লেভানডফস্কি নৈপুণ্যে ওয়ের্ডার ব্রেমেনের মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে বাভারিয়ানরা। ম্যাচের ৭২ মিনিটে থমাস মুলারের পাসে স্বাগতিকদের ডিফেন্স দেয়াল ভাঙেন ২৯ বছর বয়সী এ ফরোয়ার্ড।

তিন মিনিট বাদেই আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান তিনি।

এর আগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত মৌসুমের প্রথম লিগ ম্যাচেও (৩-১) গোল পেয়েছিলেন ফর্মের তুঙ্গে থাকা লেভানডফস্কি। এবার একাই জিতিয়েছেন অ্যাওয়ে ম্যাচ।

বুন্দেসলিগায় টানা তৃতীয় জয়ের লক্ষ্যে স্বাগতিক হফেনহেইমের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির বায়ার্ন। আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।