ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ভারতের মাটিতে বিকেএসপির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
ভারতের মাটিতে বিকেএসপির জয় ছবি: সংগৃহীত

বিকেএসপি অনূর্ধ্ব-১৪ ফুটবল দল ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ৫৮তম সুব্রত মুখার্জী কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৭ এর প্রথম খেলায় সিকিম দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করেছে।

বিকেএসপির গোলদাতারা হলেন রাকিবুল, আলমান ও তৌহিদুল। খেলার প্রথমার্ধেই বিকেএসপি ৩-০ গোলে এগিয়ে যায়।

পুরো ম্যাচে বিকেএসপি নান্দনিক খেলে সকলের দৃষ্টি আকর্ষণ করে।

বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান দলের এ বিজয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন।

বিকেএসপি তাদের দ্বিতীয় ম্যাচে ডামান এ্যান্ড ডিউ দলের বিপক্ষে মাঠে নামবে এবং ৩০ আগস্ট গ্রুপের শেষ খেলায় লাক্সিদ্বীপ দলের বিপক্ষে খেলবে।

টুর্নামেন্টে মোট ৩২ টি দল ৮টি গ্রুপে অংশ নিয়েছে। পুল- ‘এইচ’ এ বিকেএসপি ছাড়াও রয়েছে সিকিম, ডামান এ্যান্ড ডিউ ও লাক্সিদ্বীপ প্রদেশ।

বিকেএসপি দলের ম্যানেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে হাসান আল মাসুদ ও মো: আব্দুল্লাহ জাহিদ।

উল্লেখ্য বিকেএসপি দলটি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে এবং বিকেএসপি বর্তমান চ্যাম্পিয়ন দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।